যুক্তরাষ্ট্র ১২  নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে  

 

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র ১২টি পর্যবেক্ষক দল পাঠানোর কথা জানিয়েছে। শনিবার ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এক রাজনৈতিক কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র এক ডজন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে; প্রত্যেকটি দলে দু'জন করে পর্যবেক্ষক থাকবেন। যারা দেশের অধিকাংশ স্থানে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের অর্থায়নে কয়েক হাজার দেশীয় পর্যবেক্ষক বাংলাদেশের এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

এসময় ওই কর্মকর্তা আশাপ্রকাশ করেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।

চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানিয়েছে। একই সাথে নির্বাচন নিয়ে কোনও ধরণের মন্তব্যও না করার ঘোষনা দিয়েছে। ইইউর এই অবস্থানের পর বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কি-না এমন গুঞ্জন শুরু হয়। আর এরই মধ্যে ‍যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠানোর কথা জানালো।

 

Share this news on: